ছাত্রদলের তিন প্রার্থীর বিরুদ্ধে শিবিরের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ 

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ০৭:১১:০৪

ছাত্রদলের তিন প্রার্থীর বিরুদ্ধে শিবিরের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ 

প্রজন্মডেস্ক:

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের তিন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। 

রবিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ অভিযোগ দেন প্যানেলটির সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রার্থী জিহাদ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের  সভাপতি মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১০ অক্টোবর (শুক্রবার) খুলনা বিভাগীয় এসোসিয়েশনের চড়ুইভাতি অনুষ্ঠানে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী মোঃ শাফায়াত হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার লিমন এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী ফয়সাল শ্রান্ত বাবর নির্বাচনী আচরণবিধির ৬(ক) ধারা লঙ্ঘন করেছেন।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, অনুষ্ঠানে এসোসিয়েশনের মাইক ব্যবহার করে তারা প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালান, যা আচরণবিধির পরিপন্থী।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে ছাত্রদল প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার লিমন বলেন, “আমি এসোসিয়েশনের প্রোগ্রামে গিয়েছি। কিন্তু মাইক ব্যবহার করে কোনোরকম প্রচারণ চালাইনি।”

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ আমরা পেয়েছি। তা আচরণবিধি পর্যবেক্ষণ কমিটির কাছে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিবেন।”

এ সম্পর্কিত খবর

ভোলায় ইসলামী আন্দোলনের কোন নারী হেনস্তার ঘটনা ঘটেনি - চরফ্যাশন জামায়াত

ইরানে শাসন পরিবর্তন হলে পরবর্তী নেতা কে হবে, উত্তর নেই যুক্তরাষ্ট্রের কাছে।

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: অধ্যাপক গোলাম রসুল

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি : মাহদী আমিন

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

তারেক রহমানকে লাল কার্ড দেখালেন রাবির সিনেট সদস্য ফাহিম রেজা

বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান

জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলা

এমন নেতা আমরা বেছে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ : জামায়াত আমিরের স্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ